দূর্ -- দূর্ ---ছাই!
বড় জ্বালায় পড়েছি মশাই!
বিছানা ছেড়ে বারান্দায় যাই
রেগে রাস্তায় পা বাড়াই
গিয়ে স্টেশনে দাঁড়াই
আ:! কোথায় সে নাই!!
দূর্ -- দূর্ ---ছাই!


চুমু খেলে গা জ্বলে
দস্যুটা পালায়ও কৌশলে
         কি বিপদ বলুন!
এই আছে এই নেই
সুখ তার কামড়েই
বিশ্বাস না হলে
         দেখাব চলুন,
চাই তার রক্ত
দেওয়া কম শক্ত?
দূর্ -- দূর্ ---ছাই!


বলুননা কোথায় পালাই!
এই রক্তখেকোর সানাই
দিনরাত শুনে শুনে
          প্রাণ আই-ঠাই!
আজ্ঞেঁ!!
ঠিক হবে হিমালয়টাই?
আপনাকে ধন্যবাদ জানাই।


ঝড়-ঝঞ্ঝার জন্য গত সন্ধ্যায় বিদ্যুত ছিল না।এমনিতে কয়েকদিন ধরে মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিলাম!পুরো বিরক্তিটা অবশেষে এইভাবে প্রকাশ করলাম।আপনাদের ভালোবাসা পেলে এত কামড় খাওয়াটা আমার সার্থক হবে!!