ভগবান!
তুমি তো জানো
আমি ওকে ছাড়া থাকতে পারিনা
তবুও শ্যামল মাস্টারের বাড়ি পাঠিয়ে দিলে,
আমার ক্ষমতা ছিল ক্ষুদ্র
আমার ব্যক্তিত্ব ছিল পাতি শেয়ালের সমান;
ও দেবী
ওর একটা মন্দির দরকার ছিল
আর আমার শরীরে ছড়িয়ে দিলে হাড়-রক্ত
আর ওকে পাঠিয়ে দিলে
আমার স্বপ্নের বারান্দা ফাটিয়ে
চকচকে ও মন্দিরের মনুষ্যত্বহীন পুরোহিতের হাতে।


তুমি তো জানো
মন্দির দেখলে পালিয়ে বেড়াই তাই,
কিছু কথা ছিল
ভগবান!
একবার মোড়ের দিকে আসতে পারো!