ছুটতে ছুটতে
জীবনের জটিল কক্ষপথে
শত মহাজাগতিক ধাক্কা পেরিয়ে
চলতে হয়ত পারবো---
স্বাভাবিক হতে পারবো কি!


আলোয়- বাতাসে
একটা কালচে মেঘলা আতঙ্ক;
আজ বিবশ বুকে করোনার দানবীয়তা।
নয়নের উপকূলে
আম্ফান,নিসর্গদের দুর্দান্ত প্রতাপ;
আজ আমার
মস্তিষ্কের মফঃস্বল জ্বলছে চড়চড়
বিকরাল দাবানলে!
চলতে হয়ত পারবো---
স্বাভাবিক হতে পারবো কি!


আমার
হৃৎপিণ্ডের টেকটোনিক প্লেট
ফেটে গেছে---;
প্রতিনিয়ত শাসিয়ে যাচ্ছে
সাগর সমান উল্কার দল
আমার উঠোনের চৌকাঠে দাঁড়িয়ে।
পাপ- বিষ- মৃত্যু
ছড়িয়ে- ছিটিয়ে শরীরের সর্বত্র
চলতে হয়ত পারবো---
স্বাভাবিক হতে পারবো কি!