তব ও নয়ন হেরে
এ চিত্ত গ্বহরে
কি স্পৃহা হয় বিকশিত
কত পুস্প প্রস্ফূটিত
হয় স্বপনবৃন্ত কোলে,
জানিনা কেমনে কহিলে
বুঝিবে ও বঙ্কিম নয়ন
মোরে করিতেছে দহন
দিবসে-রাত্রে;
ও অক্ষি নিমিত্তে
হয়াছি নিঃস্ব, সর্বহারা
তব বাণ-বিনির্গিত চক্ষু-তারা
করিছে সব রুদ্ধ---
মোর আশা,বাকশুদ্ধ।
দয়া কর রানী!
সরাও চক্ষু খানি,
পারিনে কো রাখিতে
ও নয়ন তরীতে
মোর হৃদয়-আত্মা
সে যে কলুষিত বার্তা
বহে ক্ষণে ক্ষণে;
যদি বা গোপনে
ঝরে অশ্রুজল
করিব তবুও ছল,
বুঝিও না বুঝিও না
তব বিনা
মোর পঙ্কিল চিত্ত
হইবে কতখানি শুষ্ক-তিক্ত।।