আমার তখন উনিশ সবে
                 তোমার তখন ষোলো
কেমন করে ঠিক মনে নাই
                 প্রেমের উদয় হোলো!
তোমার রূপের প্রখর তেজে
                 হারিয়ে চোখের ভাষা
প্রেমের টানে ব্যাকুল হৃদয়ে
                 জাগলো অসীম আশা।


আমার তখন দু'হাত খালি
                 তুমি আকাশের পরী
ভাবনা কেবল কেমন করে
                 তোমায় আপন করি!
কোন উপহার সাজিয়ে দেবো
                 তোমার চরণ তলে
ভাবতে বসে কাতর এ মুখ
                 ভাসতো ব্যাথার জলে।


তখন তোমার বিদায় বেলা
                 আমার তখন জ্বর
দমকা হাওয়া ভাঙলো শেষে
                 শূন্য সাধের ঘর!
পড়লো ঝরে স্বপ্ন কাঁচের
                 নিঝুম রাতের ছাদে
একলা আমার হৃদয় আজো
                 তোমার আশায় কাঁদে।।