সভ্য সমাজে আমি চরিত্রহীনা,
হবে নাই বা কেন...
আমি নারী,তাই সহজে কলঙ্ক লেপটে যায়
আমার পবিত্র কপালে---
তুমি পুরুষ,তোমাদের ক্ষেত্রে ওসবের
বালাই নেই,ঢের  চলে।
আমি নারী তোমাদের সমাজে,অজান্তে
হয়ে যাই চরিত্রহীনা।
অথচ আমাকে নষ্ট করায় দায়টা কার?
কেউ কখনোই নেবেনা।
প্রেমে পড়লেই  বড্ড শরম তোমাদের;
বেশ তো করো ছিঃছিঃ।
সমাজ ভ্রু কুচকে তাকায়,দিচ্ছো গ্লানি--
এভাবে রাত দিন বাঁচি।
শয্যা সঙ্গিনী করতে পারো;কিন্তু ঘরণী?
অবশ্য ফারাক বিস্তর।
আমার ঠিকানা নিষিদ্ধ গলির অন্ধকার;
কোথা সুখ-পুষ্পবাসর।
আমি চরিত্রহীনা;সর্বস্ব হারাতে হয় রোজ;
পুরুষেরা হয় নাকি নষ্ট?
কলঙ্কিত পুরুষ সেতো ধোয়া তুলসীপাতা;
ওদের কে কবে লগ্নভ্রষ্ট?
নারীর সম্মান ভাষণে-সভা কি সেমিনারে;
দর্পেই চলে ওরা হরদম।
ভন্ড-পশু তো মানুষ রূপে;পোষে সমাজ---
আমরা হারাই সম্ভ্রম।
সে-ই চরিত্রবান;করে যেবা  চরিত্র হনন,
যে কেড়ে নেয় ইজ্জত।
নষ্ট জন্মের লজ্জা-দায় কি কুমারী মাতার?
উত্তর দেবে কি ভবিষ্যৎ!