বৃষ্টি যদি প্রেমীকা হতো,
গোলাপ ভরা প্রেমের উদ্যানে
সারা শরীর ভিজিয়ে নীতাম ,
তার শীতল অভিমানে।
বৃষ্টি জটিল, বৃষ্টি কুটিল
মেঘ বালিকার জেদ
পাগল হোতাম তার কথা ভেবে,
মেটাতাম তার খেদ।
ভিজিয়ে শরীর কাঁদতাম আমি,
জরিয়ে তাকে বুকে
শীতল হাওয়া বয়তো যখন
কাঁদতো হৃদয় সুখে
ছলো ছলো নয়নে সে
দেখতো আমায়  চেয়ে
সগ্গ সুখ পেতাম জানি
কাছে তাকে পেয়ে.......
          



                             অজয় কুমার দে