যত সামান্য উপার্জন
পেট চলেনা ,"ছুচুর ক্রন্দন" ।
বেকারত্বের জীবন  !
তবুও মানে না এ মন -----
দেখতে তোমায় নিয়ে  স্বপ্ন  ।
আঁধারের বিশালতা  ;
গ্রাস করে  !
জীবনের পথরেখা  ---
হয় খণ্ড  খণ্ড  ।
তবুও মন .........
ভেসে চলে  অথৈই জলে  ।
তোমার তরে  ,
আশা ভরসা  ,
অবহেলার জয় পরাজয় ....
হয়  নিত্য সঙ্গী ।
তোমার তিরস্কার  !
বিবেকের ধিক্কার  !
সইতে হয় সবই ।
তবুও তোমার চাঁদের মতো রূপের শীতলতা  ---
মুচকি হাসির মুগ্ধতা ---
আমার মনকে করে ছোটাছুটি ।
যদি  একটি শিখা  !
প্রতিষ্ঠার মর্যাদা  ---
পেয়ে যায়  এ সমাজের বুকে  ।
জানে মন ....
তখন তুমি  আসবে আমার  হাত ধরতে ।
সেই বিশ্বাসে .....
অপরাধের ছায়া পথে  ,
কিভাবে ভেসে যায় পোড়া  এ মন ।
ভাসতে ভাসতে যায় কোথায় হারিয়ে  ,
সুন্দর জীবনের অগ্নিদগ্ধ রথে,
,মানে না আগুন জল কিংবা বন  ।