চুপ, একদম চুপ!


উদ্ধচিরে সমাজ , ধর্ষিতা আজ বিবেক,
পৃথিবীতে আজও নারী শোষনের ঠেক।
ইসস...
নারী হয়ে করছো প্রতিবাদ,
এ যে খুব বড়ো অপবাদ।
বড্ড মুখরা তুমি,
নেই তোমার সমাজের ভয়!
তুমি কি নিজেকে ভাবো অক্ষয়??
কোন একদিন নিজেকে পাবে খুঁজে ,
ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রাস্তার পাশে
পরিনত হয়ে প্রাণহীন নিথর লাশে।।
করছো প্রতিরোধ হয়ে একজন নারী!
এ যে অন্যায় ভারী।
তোমার জীবন চার দেয়ালে বাঁধা,
মুখ বুজে মেনে নেবে, সংসারের নিয়মের সব ধাঁধা।
নেই তোমার সমাজের শোষনের ভয়!
তুমি কি নিজেকে ভাবো দুর্জয়??
কোন একদিন নিজেকে পাবে খুঁজে সংসারের আস্তাকুড়ে,
তোমার শরীর জুড়ে করবে কিলবিল নোংরা পোকারা মাটি খুঁড়ে।।
করছো প্রতিবাদ হয়ে একজন নারী!
এ যে সত্যি অন্যায় ভারী।
তবুও গর্জে ওঠো নারী শত সহস্র বছরের গ্লানির শৃংখল ভেঙেচুরে,
হও আগামীর কাণ্ডারী সব কুসংস্কার পায়ে মুড়ে।


কর জোড়ে আবেদন , শতদল হাতে দল বেঁধে
ঝাঁপিয়ে পর বিজয়ের ঢাক নিয়ে কাঁধে।
ভেঙে দাও এ সমাজ , কুসংস্কার ভরা অগ্নিগর্ভ
আগমনির সুর রণক্ষেত্র মেতে উঠুক অসুরের ভূস্বর্গ।