'সুজলাং সুফলাং মলয়জশীতলাম শস্যশ্যামলা মাতরম'
সবুজ শ্যামলে শোভিত ,ফুল ফলে পুষ্পিত বাংলার গোটা প্রকৃতি।


রুপে গুনে অন্যন্যা , পৃথিবীর সেরা তারুণ্য কণ্যা ,
ছিল সুবজে ভরা এই সোনার বাংলা,  রূপ লাবন্য ভরা যৌবনা।


ঐতিহ্য আর গৌরবে পূণ,
ছিল বাংলার এই রুপ লাবণ্যে।


নাই সেদিন,নাই সে পালা ,
হারিয়েছে বাংলা  তার রুপের ডালা।


যুগের ধাবমান স্রোতে , প্রকৃতি হারাল তার সবুজত্ব,
শিল্পবৈপ্লিক এর দোহায় হল প্রকৃতি দারুন অসহায় ,
কতসব পরিবেশ দৃষণ , প্রকৃতির প্রতি করল নির্মম শোষণ।


পরিবেশের এই অবনতি
আজ হল চরম পরিনতি।


মাতৃভূমি বাংলাকে  বাঁচানোর তাগিদে,বাঁচাতে হবে এই প্রকৃতিকে,
সুষ্ঠু সুন্দর এক পরিবেশ , যেখানে থাকবে সবুজের রেশ।


তাই আজ সবাই , গাছে গাছে করি সবুজায়ন
অবাধি জমি করি বৃক্ষে বনায়ন।


এসো হাতে হাত রেখে , সচেতনার জোয়ারে ভেসে , সকলকে ডেকে বলি ,
প্রভাতে প্রভাতে নব নব পল্লবে ভোরে উঠুক ধরণীর ভূমি ।।