পিতা মাতার মহা মিলন
পিতা থেকে মা'তে  গমন
বহু জীবন যুদ্ধে দমন
জয়ী হয়ে মায়ের গর্ভে ধারণ ।


দশ মাস দশ দিন জঠরে বাস
ভূমিষ্ট হয়ে প্রথম শ্বাস
মায়া মমতা করলো গ্রাস
মা ,মা বলেই শুরু হলো রাস ।


মায়ের সুধা করে পান
অর্জিত সকল বিশ্ব জ্ঞান
পিতাতে পূরক পূর্ণমান
পরম হিতৈষী সকল মান ।


শিশু থেকে যুব - পুরুষ
পিতা মাতার শ্রেষ্ঠ কুশ
আশীষ  পেয়ে নফর  ' বুশ'
ধরণীর চিরায়ত রূপ -রুশ।


পূর্ণ যৌবনা ধমনী কলা
একসূত্রে গাঁথা মালা
প্রকৃতির নিয়মে রাস্তা চলা
সম্পূর্ণতা তেতাব জ্বালা ।


শুরু হলো ছন্দ পতন
আড়ালেতে তীব্র কাঁদন
ছিন্ন মাতা পিতার স্নেহের বাঁধন
বিষাক্ত বর্জ্য স্বরূপ এখন ।


বৃদ্ধাশ্রম ! অনেক দূরে
চেতনার আগুনে বিবেক পুড়ে
অসহায়তা  সমর্পণ করে
নারী ঘিরে সুখী  দুঃখের নীড়ে।


----------- সমাপ্ত-----------