উজ্জ্বল ধরণী !
কুচিৎ মন , বিভাজিত হৃদয়
ঝরছে আশু...
অর্ধ পৃথিবী তুমি!..
বাকিটুকু তোমার গর্ভজাত।
শিউলির মত ঝরে পড়া তোমার স্নেহের সুবাসে,
মাতৃত্বের নিশ্চিন্ত ছায়ায়,
শৈশবের অঙ্কুর হাসে।
তুমি তিলোত্তমা!
মমতা,ধৈর্য,ক্ষমার খনি;
তুমি নিরুপমা!
হারানো তীরের স্রোতধ্বনি।
তবে কেন সাজো ভিন বেশে!
ছলনায় হেসে,
অহমের আবেশে,
করো মায়াবিনী ভান!..
পুরুষ প্রয়োজন তোমারও;
গোধূলির সন্ধ‍্যায়,
বিরহের বর্ষায়,
নিরালা বিছানায়,
সুপ্ত বাসনায়।
সংসারের দড়ি কষাকষি খেলায়,
দুদিকের ঠেলায়,
পুরুষও অচল অসহায়!..
অভিনয় তোমার,
ভাঙে পরিবার;
তুমি স্ত্রী,তুমি মা,তুমি গৃহবধূ!
সব ঠিক,তবে-
পুরুষের ভূমিকাও নয় লঘু।
সে পুত্র,সে স্বামী
পিতা একাধারে।
নিজেকে হারায়,
সাধ অপূর্ণ থেকে যায়
তার দায়িত্বের সমাহারে।
পুরুষেরও মন হাসে,
কাঁদে একা বিষাদে,
চাপা মন,বোঝা বড় ভার;
বিকৃত উগ্রতা,চেতনার
লুকোচুরি খেলাটা তোমার
থামুক এবার!..


(সত‍্য ঘটনা অবলম্বনে...বিশেষ কিছু নারীর উদ্দেশ‍্যে)