ডিজিটাল সমাজ ব্যাবস্থা , শুরু সুসভ্য  বিশ্বস্ত !
নিকোটিন আর অ্যালকোহলের লালিত্যে,
কিলবিল করে ওঠা মস্তিষ্কের সুপ্ত ইচ্ছে কীট গুলোর
জঘন্য মানসিকতাকেও !
রঙের তুলি দিয়ে বাস্তবতার রুপ দেওয়ার,
এক অলীক চেষ্টা যেন-
দীর্ণ জীর্ণ ওজোনের বুক চিরে অসহ্য সৌররস্মি ;
প্রভাতের সৌন্দর্য কে করে বীভৎস।।


অসহায় অনাথ শিশুটির, বাঁচার তাগিদে ভিক্ষা করাটাও -
নির্মম অসহ্য মনে হয় !
এক নতুন মানবতার যুক্তি নিয়ে আসে -
চতুর্দিকে মিথ্যে অহমিকা আর সংকীর্ণ স্বার্থপরতা ;
পৃথিবীটাকে স্বীয় কামনা বলয়ের বেষ্টনীতে বেঁধে ফেলে।।


কর্তব্য বোধ যেন মায়া মমতা স্নেহ কে তাচ্ছিল্য করে,
স্বদেশীকতার পবিত্র প্রার্থনা !
শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায়,
কদর্য নাটকীয়তার অভিনয়ে -
দূর্বিসহ করে তোলে নবপ্রজন্মের পীঠস্থান এই সুন্দর ধরনীতল।।


বিষাক্ত নিল গ্যাসের ছোবলে,
সবুজ পবিত্র প্রাণ করে আত্মসমর্পণ -
ধীরে ধীরে স্থায়ী পরিবর্তন হয়,
অতিতের উজ্জ্বল জিনের ডিএনএ গুলোর।
অস্বাভাবিক কেও স্বচ্ছতার মোড়কে ঢাকার এক মরিয়ার প্রচেষ্টা,
হার মানায় মনুষ্যত্বের ভালোবাসার যুক্তি তর্ক ;
যান্ত্রিক হৃদয়ের স্পন্দন,
দিয়ে যায় জীবনের অস্তিত্বের অনুভব !  
প্রাত্যহিকী জীবন এর খাতার পাতায়।।