পথিকের বেশে
  রুক্ষ মরুভুমির পথে
      চলতে চলতে তোমায় দেখলাম
          মরিচীকা কিনা বুঝিনি ।


প্রবল উত্‍সাহে
  খরখরে ঠোঁট শুকনো
       জিভ দিয়ে ভিজিয়ে
          দৌড়তে থাকলাম ঊর্ধ্বশ্বাস ।


আমার ক্লান্ত পিপাসার্ত শরীরে শক্তি জোগাচ্ছিলো
     তোমার  অবয়ব ফুরফুরে বাতাসে
           উড়ন্ত তোমার পোশাক
               আমাকে স্নিগ্ধতা দিচ্ছিলো ।


পেলব পরশ ছিলো তোমার
      ঠোঁটের কোনের হাসিতে
           দু-হাত বাড়িয়ে আমাকে
              ডাকছিলে তুমি ।


আমি ছুটছি নিশিদিন
        দিশাহীন তোমার বাড়ানো
            হাতের ছোঁয়া পেতে
               পথিক হয়ে।।