নিষ্ঠুর বিধান মেনে
আর পারছিনা হাঁটতে তপ্ত মরুতে,
রূপকথার কিরণ মালা জন্ম নিয়েছে !
শুনেছো কি তুমি
হে বদ্ধভূমি -
ইট,কাঠ,পাথরের কান্না?
ওরাও কিরণ মালকে জাগিয়ে বলে -
                "থাক,আর না -
নিরব সাক্ষী হতে পারবো না।
তার চেয়ে অনুমতি দাও ভেঙে পড়ি,
আর এক মৃত্যুর ইতিহাস গড়ি;
সেটা প্রতিশোধ বলে লেখা থাকনা।


তারপর - বহুযুগ পরে,
মানুষই দেখবে প্রত্যেক ঘরে
প্রতিটি ইট,কাঠ আর পাথরে
বড় বড় করে
লেখা আছে রক্তের অক্ষরে
"রক্তের ঋণ"।
সেদিন -
হয়নি কোনও অবরোধ;
কারন -
সেটা ছিল অকারন
অসংখ্য মৃত্যুর প্রতিশোধ।।