চলন্ত মৃত্যু সফরে আমরা ভীতু যাত্রী,
     সফরে আনন্দ নেওয়ার নামেই জীবন
         সে আর কজনেয় বা বোঝে ।
    
      সমবেত হতে গিয়ে জীবনের পঁচিশটা বছর হেলায় হারিয়ে ফেললাম নিজেরই ভুলে ,
     এখন শুধু .......


  বিষাদের কুয়াশায় ঢাকা  চারি ধার,
           খুঁজে ফেরে বিপন্নতার মাঝে
                বেঁচে থাকার শপথ।


        সহজলভ্য যা,
        অবহেলায় হারায় তা।
        তীরের শলাকায় যন্ত্রণাহত
         পাখির মত শেষে ডানা ঝাপটায়।


         ছন্নছাড়া মন পালাই পালাই সারাক্ষণ,
         আধুনিকতার চাদরে মোড়া আপাদমস্তক।
         রুপালি ফ্রেমে রঙিন চশমায় ঢাকা  চোখ,
         সবই লাগে ভাল,লেগেছে ঘোর।


         দিক্ ভ্রমে পথ হারিয়েছে স্বপ্নরা।
         স্বপ্নগুলো আমার আঙিনার ওপর দিয়ে
         চলে গেল অন্যের আঙিনায়,
         তার খবর পাই  অন্যের গল্প-কথায়।


        জনতার মিছিলে সুললিত কন্ঠস্বর,
        রসের স্রোতে উদাসী বাউল ধায় নিরন্তর।
        রুক্ষ,রুদ্র বেশে ভ্রমে হয়ে বিবাগী
        আপন আলয়ে চির-সন্ন্যাসী।


        এলোপাতাড়ি ভাবনা,অবিন্যস্ত মনোভূমি
        মরুপ্রান্তরে  খোঁজে জলাধার,
         হাত বাড়ালে দীঘি, দূরত্ব অপার।


*কপিরাইট অজয় কুমার দে*