অন্সরা, লক্ষী সদৃশ মন পড়ি ,
           অপরূপা তুমি ,
           পুষ্প পাপড়ি,
শোভিত নামে , মম হৃদয় চুরি।



তুমি অপূর্ব অনন্যা,
     নেই তুলনা,
     নেই উপমা ,
তোমার উপমা শুধুই যে তুমি।



র্দীঘ সাধনার অনন্ত কালের সাথী,
         স্বপ্নের নীলপড়ি,
         মনের কামনা,
শত জন্মের মিলনসাগরের  তরী।



ঠোঁটে জুড়ে লেগে থাকা হাসি,
     মায়াবী চোখের চাহনি,
     কোকিলের কণ্ঠের বুলি,
দেখি আর ,আরো ও বেশি ভালবাসি ।



সুদীর্ঘ কালো কেশ,
ঝাঁকলো কাঁকল বেশ,
  লাল টুকটুক ঠোঁট,
লুকিয়ে সৌন্দর্য্য  অপূর্ব সুন্দরীর ।



সুপ্রিয়া,
         জীবনের প্রেরণা,
          লেখার কবিতা,
          লেখার গল্পও,
  লেখার জীবনের ছন্দ , অবিরাম।।