আরামপ্রিয় মানব জাতি উচ্ছেনে যাচ্ছে
নিজের ভুলেই মুর্ত্যুকে বরণ করে নিচ্ছে।
ফেসবুক, হোয়াটস্ অ্যাপ, জুড়ে আছে লিপি
ইতিহাস হয়ে গেল হাতে লেখা চিঠি ।
দিস্তা কাগজ, বই, দোয়াত, কলম
একঘরে প্রায় অচ্ছুতের মতন ।
চলে এসএমএস, ইমেইলে আধুনিক বুলি
হলো সেকেলে উপন্যাস, ঠাকুমার ঝুলি ।
যত বড় বড় শব্দ জব্দ এমন
অস্তিত্ব বাঁচানো দায় তাদের এখন ।
বাক্যে ব্যাকরণ কি বা প্রয়োজন
বৃথা সময়ের অপচয়, কম হবে শ্রম ।
প্রতিযোগী মোরা দ্রুত বদলাই সব
কি দারুণ প্রগতি! আধুনিক যে সমাজ ।
বোকাবাক্সর মাঝে দেখি মগজ আর মন
বিনোদনে মজে থাকে ঘরে অনুক্ষণ ।
আজ প্রযুক্তি, বিজ্ঞান, নিয়েই জগৎ
নির্বাসিত কৃষ্টি, সাহিত্য নিখোঁজ ।
বিজ্ঞান যদি হয় সৃষ্টির গান
সাহিত্য জীবনের ছন্দ ও তান ।
যদি বিজ্ঞান হয় সভ্যতার উদাহরণ
করে সাহিত্য প্রবুদ্ধ অবিদিত মন ।
দেখি স্বার্থের দুনিয়ায় সস্তা স্বপন
বিবেক বিপন্ন, বাড়ে প্রলোভন ।
আছে পার্থিব ধন, পার্থিব সঞ্চয়
চৈতন্য নোঙর, ভাটা মানসিকতায়
দেখি মানবিকতা অবলুপ্ত যে প্রায়
মান আর হুঁশ নিয়ে মানুষ কোথায় ?
সন্ত্রাস কেড়ে নেয় নিস্পাপ প্রাণ
দেখি গোলা বারুদের হোলি, রক্তের স্নান
পরমাণু বোমা নিয়ে গবেষণা হয়
প্রগতির বিজ্ঞান আনছে প্রলয় ।
যান্ত্রিক এ জীবন যন্ত্রের ক্রীতদাস
এ যে ঘোর কলিকাল করে পরিহাস ।
বিশ্ব মানব আজ হও সাবধান
আগামী প্রজন্ম আমাদেরই সন্তান
নাও সিদ্ধান্ত হে মহাজিীবন
হবে ধ্বংসের কারিগর নাকি উপশম ?
করছে এ কবিতা বার্তা বহন
আগামীর হাতে উত্থান না পতন ?