রোদেলা বিকেলে যখন তপ্ত রাস্তার ধুলো
আর ব্যস্ত ঢাকার অবসন্ন যানজট
পথের মাঝে ওত পেতে থাকে
তখন মাথার মস্তিষ্কের স্নায়ুগুলো ব্যস্ত
ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা চিন্তার জটে।
কখন যাবো নির্দিষ্ট গন্তব্যে
আর কত সময় লাগবে বাস থামতে?
তবু যেন সময়ের পাড়ে হাট বসে
মাঝে মাঝে অপেক্ষার ফোনকল
দীর্ঘায়িত করে পুরাতাত্ত্বিক রিণ।
বিচলিত মন সেই সময়ের হাটে হানা দেয়
ছিনিয়ে নিতে চায় অবাঞ্ছিত ক্ষণ!
অবশেষে আস্ত সূর্য গিলে আকাশ
জানান দেয় হাটের পরিসমাপ্তি
আর আধারে আলোর ঝলকানি বলে দেয়
সোডিয়াম লাইটের আধিপত্য.
তার মাঝে দুই বন্ধুর উপস্থিতি
জানিয়ে দেয় আলোর মাঝে তাদের প্রাচুর্যতা!
বিরম্বনা আর তিক্ততার ফল
যদি মিলিয়ে দেয় এমন বন্ধুতা
তাহলে স্বাগত জানাই সেই বন্ধুতা।
তারপর বন্ধুতার হাত ধরে ছুটে চলা
মাতিয়ে দেয়া সারাটা সময়।
কিছুটা খুনসুটি আর হাতাহাতি
সাথে বার্গারের কোনে গ্রিল নাকি স্পাইসি ?
কিংবা ইয়া বড় দোকানে এতটুকু কাপ
আর সাথে এটে থাকা এক চুমুক কফি।
অথবা আইসক্রিমের ঠান্ডায় জমে থাকা চকলেট
স্মৃতির কপাটে তালা দেয় ভালবাসার দাবিতে।
তাই আজ ভালবাসার দিনে
বন্ধুর ভালবাসার কাছে হেরে গেছে
প্রিয়তমার উঞ্চ আলিঙ্গন।