(আজকের কবিতা পড়ার আগে জানাই, প্রেমিক অথবা প্রেমিকাকে একান্ত করে নিজের মতো পাওয়া সব মানুসেরই ঐকান্তিক প্রয়াস, আর ঘটে আসছে যুগের পরে যুগ, আবার তাকে না পাওয়ার বেদনাটাও বড় কষ্টের। সেই আখ্যানের উপজীব্য - আজকের কবিতা)  


প্রেমের খেলা সাজাই, মনের ঘরে
শত পুষ্প ঝরে, প্রাণের ‘পরে


তীব্র দহন বুকের মাঝে    দিবানিশি সন্ধ্যাসাঁঝে
ক্ষণে ক্ষণে স্বপ্ন জুড়ে      তার কথাতেই হৃদয় পোড়ে
শত পুষ্প ঝরে, প্রাণের ‘পরে
প্রেমের খেলা সাজাই, মনের ঘরে


ভালবাসার এই ভুবনে      সবুজ মনের স্নিগ্ধকোণে
পাই কি তারে মণিহারে     প্রাঙ্গণে মোর খুঁজি যারে
শত পুষ্প ঝরে, প্রাণের ‘পরে
প্রেমের খেলা সাজাই, মনের ঘরে


(কবিতা পড়া শেষ হলে জানাই – এই কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার বেলা যে যায়’ গানটির সুরে ফেলা হয়েছে। এই গানটি কবি রচনা করেন ১৯১৯ খ্রীস্টাব্দে, গানটির রাগ-খাম্বাজ, তাল-দাদরা)