দম বন্ধ সময়ের নাগপাশে
তবু জানি বোবা বুদ্ধ হাসে


কত সময়ই তো বয়ে চলে যায়, রাস্তায় ব্যস্ততা দেখি, হাত ঘড়ির কাঁটা তার চেয়েও ব্যস্ত। এই ভিড়, এই ধুলো, এই নেড়া মাথা পাগল আর পিৎজার দোকান, সব শিখে যাচ্ছি, সব শিখেই আসছি সেই সব সত্যের বুদ্বুদ, কেননা এদের পাশ দিয়েই চলে যাবে তুমি। ফেরার রাস্তাটা আজ আর নেই। কবেই ওয়ান-ওয়ে করে দিয়েছে এই জনঅরণ্যে ঘেরা সাদাকালো জেব্রাক্রসিং-এর শহর। এ শহরে এই মাত্র লাফিং বুদ্ধ কেনার দারুণ হিড়িক। চৈত্রের সেলে টাকায় কিনছে সুখ সব নাগরিক। আমি ফুটপাতে বৃত্তের পর বৃত্ত এঁকে নশ্বরতাকে ছুঁয়ে দেখতে চাই। কোথায় সেই সুপেয় জল যা আমার সব সব ছন্দ, রূপ কিনে নেবে দারুণ দামে। কেননা আমার আছে এই মাত্র কবিতা প্রচুর, গুছিয়ে রাখার মত সুখ অপ্রতুল। তাই,


জানলাটা খুলে দিতে কবিতারা হয়ে গেল নির্বিকার পাখি
আরও একটা লাফিং বুদ্ধ কিনে দরজার দিকে মুখ করে রাখি