মুঠো মুঠো গল্প নিয়ে
পশ্চিমে ঢলে পড়ে সূর্যটা।
শীতল পাটি বিছিয়ে
রূপকথা নিয়ে বসে অন্ধকার।
মিট্ মিট্ করে জ্বলে চাঁদের লণ্ঠন।
পক্ষীরাজে ছুটে চলে পবন রাজকুমার।
সহস্র গল্পের ভিড়ে,
রাক্ষসের গোপন কুঠুরিতে
অগুন্তি কাল ধরে
ঘুমিয়ে আছে কৌটয় বন্দি প্রাণ ভ্রোমরা।
জানলায় লেপ্টে থাকা ব্যাকুলতা
ধুয়ে যায় বৃষ্টির জলে।
দক্ষিণা বাতাস আলিঙ্গন করে সব দীর্ঘশ্বাস।
ধূসর মেঘের তলে ধরণীর বুক
টুপটাপ বৃষ্টির তুলিতে
মুঠোমুঠো গল্পের আঁকিবুকি।