আজি এ প্রভাতে
দখিনা হাওয়াতে
কয়ে গেল চুপিচুপি;
গাছে গাছে মঞ্জরী
মধুকর গুঞ্জরি
বসন্ত এসে গেছে।


কোকিল কুহুতে ডাকে
প্রিয়ারে আয় কাছে
সুরে সুরে বাঁধি বাহুডোর;
নবপল্লব শাখে
ফুলের ডালি রেখে
সাজিয়েছি কুঞ্জবন মোর।


ফুলেতে ভ্রমর এসে
লুটায় ভালোবেসে
মধু পান করে মধুকর;
রংয়ের যাদুতে অলি
কত চেনা পথ ভুলি
কুসুমে বাঁধে খেলাঘর।


বিষণ্ণতাকে ছুটি
রংয়ের হুটোপুটি
প্রজাপতি পাখা মেলে;
ঋতুরাজ বাণ হাতে
প্রাণের ছোঁয়া দিতে
বসন্ত এসে গেছে।