আরও একটি মৃত্যু
আরেকটি প্রাণের বিলীন হল
তাতে কার কী এলো গেল?
কোথাও কি ভানু
থমকে গিয়ে
একটুখানি দাঁড়ালো?


ছিল আমার প্রতিবেশী
কখনও তাকে দেখিনি।
হঠাৎ শুনি, ওমুকের স্বামী
পেরিয়েছে কাল তরণী!
রাস্তা দিয়ে সমব্যথীদের
করুণা প্রসূত আলোচনা
হতভাগীনি কাঁদতো প্রতিরাতে
আজ যোগ হল, স্বামী বিয়োগের যাতনা।


একটি প্রাণের প্রস্থান
আমার কেও নয়
তবু কেমন উদাসীনতায় ভরেছিল মন।


হাঁটছিলাম পথ ধরে
চোখে পড়লো মাঠের পরে
খেলছে একদল ছেলে।
ধূলোয় মাখামাখি
দোকান পসার সারছে সবাই
যেভাবে দিন চলে।