একটু ঘুরে একটু নেচে চলে
        একটু ঠুকে একটু কথা বলে
গল্প-কথা-হাসির জোয়ার তুলে
আঙ্গুলের কোলে গা এলিয়ে দোলে।


কখনোও চোখের কোন
      অতল গহীন মন
জলে ভাসিয়ে দেয়
      তপ্ত নি:শ্বাস তুলে।


আবার হেলেদুলে চলে
কালির সাগরে শব্দের পাল তোলে
কাব্য রসে মেতে, ঠুমকী নাচন নেচে
স্রোতস্বীনির মত একেবেঁকে চলে।


কালো সুতোয় নানান কথা গেঁথে
এঁকে চলে হরেক রকম মন
নানা রংয়ের নানান কলম।



১৩ ফাল্গুন, ১৪২১