পিঁপড়েতে পিঁপড়েতে কানাকানি
সোনা রোদের আলোখানি
গায়ে মেখে যেতে হবে
ঠোঁটের প্রান্ত ঘেষে
খাদ্যকণা আনি।


গিরিলের গরাদ বেয়ে দেয়ালের কার্ণিশ
পিলপিল করে ছয় পা-য়;
সাথী সোনা রোদ্দুর
যেতে হবে বহুদূর
ঐ খসে পরা ইটের তলায়।


দল বেধে ছুটি তাই
ক্লান্তিতে নাহি পায়
চল গড়ি শীতের সঞ্চয়;
ঠোঁটে ঠোঁটে নিয়ে চলি
রুটি কিংবা চাল চিনি
আহরণ করি যাহা পাই।



বিষয়: ছোটদের ছড়া-কবিতা