অহংকারী হিসেবে কোন সার্টিফিকেট
পাওয়া যায় না।
তারপরও আমরা আমাদের নিয়ে
আমাদের যা কিছু আছে তাই নিয়ে
প্রতি নিয়ত অহংকার করে যাচ্ছি,
আর অহংকার এর উচ্চ শিখরে
পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।
আমার উত্তরসুরী যাতে
আমাকে নিয়ে অহংকার করে,
সে নিজেও অহংকার বোধ করে
আমি তার জন্যও কাজ করে যাচ্ছি।
আমার মন্দ কাজ যেমন ঘৃণার
তেমনি আমার ভালো কাজও অহংকারের।
মুখে আমরা যতই অহংকারকে
এড়িয়ে থাকার কথা বলি
মনে মনে কিন্তু তা বলি না।
অর্থ আর সম্মান যা কিছু পাচ্ছি
সব কিছু নিয়েই আমাদের অহংকার।
আমি এটা করেছি, সেটা করেছি ;
এটা আছে, সেটা আছে ইত্যাদি।
আসলে আমরা যতই আত্মতুষ্ট হচ্ছি
সাথে সাথে অহংকারের দাসত্ব
হয়েই বেঁচে থাকি ;
আজ ও আগামীর।