আমাকে একটা বিশুদ্ধ মন দাও
আমি তোমাকে হাজারটা সোনালী স্বপ্নভরা জীবন দিবো।
স্বপ্নে স্বপ্নে তোমার জীবনটা
আনন্দ আর সুখে
কানায় কানায় ভরে থাকবে।
তুমি টেরই পাবে না
শীত, বসন্ত, বর্ষা  কখন যায়-আসে।
আমাকে একটা বিশুদ্ধ মন দাও।
আমি তোমাকে একটা
ইচ্ছে ঘুড়ি এনে দিবো।
তোমার যখন যেখানে খুশি যাবে-আসবে।
কেউ তোমাকে আটকাবে না।
মন চাইলেই নীল আকাশে পাড়ি দেবে তেপান্তর।
সূর্য আলো দিবে আর মেঘ দিবে ছায়া।
তৃষ্ণা পেলে সাগর বুক উঁচিয়ে দিবে।
তুমি তার জলীয় বাষ্প থেকে
বিশুদ্ধ জল পান করে নিও।
আমাকে একটা বিশুদ্ধ মন দাও।
আমি তোমাকে একটা যাদুর কাঠি এনে দিবো।
কাঠির কাছে তুমি যা চাইবে
নিমিষেই তা হাতে চলে আসবে।
কোন অভাব তোমাকে স্পর্শ করবেনা।
তোমার হাতের কাজও সব করে দিবে।
আমাকে একটা বিশুদ্ধ মন দাও।
আমি তোমাকে একখানা ময়ূরপঙ্খী এনে দিবো।
তুমি মন বিলাসে ঘুরে ঘুরে
ভেসে বেড়াবে দেশে দেশে।
আমাকে একটা বিশুদ্ধ মন দাও।
আমি বিশুদ্ধ বাতাস নেই
আর তুমিও।