আমি আর এক পাড়ে
একা বসে থাকতে চাই না।
আমার অস্তিত্ব আমার সত্তা
আমার ভালো মন্দ
সুখ দুঃখ একা একা
বয়ে বেড়াতে চাই না।
আমি ওপাড়ের সাথে
আমার সবকিছু ভাগাভাগি করে
নিতে চাই,
আমার একটা সেতু চাই।
মানবতার সাথে মানবতার
ধর্মের সাথে ধর্মের
দেশের সাথে দেশের
জাতির সাথে জাতির
বর্ণের সাথে বর্ণের
সংস্কৃতির সাথে সংস্কৃতির
ভাষার ভাষার সাথে
শিক্ষার সাথে শিক্ষার
প্রযুক্তির সাথে প্রযুক্তির
জীবনের সাথে জীবনের
মানুষের সাথে মানুষের
আমার একটা সেতু চাই।