সকাল ৭:১০, ১৪/০২/২০২২


"আমার" শব্দটা বড়ো সাংঘাতিক!
যেখানে নিজস্বতা বলতে কিছু নেই,
নিশ্চয়তা বলতেও কিছু নেই।
তবুও সেখানে শরীরি এক আবেগ নিয়ে ডুবে থাকি সারাক্ষণ।
আমার অস্তিত্বের সারত্ব খুঁজে তছনছ করি,
মিছে মরীচিকায় পা বাড়াই যখন তখন।
ভুলে যাই আমার সত্তা
আমার স্থায়িত্ব।
ভুলে যাই-
আমার কৃত কর্মের ভবিষ্যত ফল কি হতে পারে।
আমার কি আছে কি নেই
তা নিয়েই যতসব ভাবনার প্রতিফলন।
প্রতিকূলতা, পারিপার্শ্বিকতা থেকে আমার মননে যে যন্ত্রণার উদ্বেগ সৃষ্টি হয়,
তার জন্য আমি
অসুখ, অশান্তি আর অভাবের সমুদ্রে
হাবুডুবু খাই প্রতিনিয়ত।
"আমার" শব্দটা বড়ো সাংঘাতিক!
"আমার" শব্দ টা আমাকে ভালো রাখে
আমাকে কষ্ট দেয়
আমাকে বেদনায় কাতরাতে কাতরাতে ডুবিয়ে চুবিয়ে মেরে ফেলে।
"আমার" শব্দটাই আমার জীবন
আমার সত্তা
আমার অস্তিত্ব।