পৃথিবীতে আমি একটা অধ্যায় নিয়ে এসেছিলাম
আমি মানুষ।
মানব ভ্রুণে সৃষ্টি হয়ে
মানুষের জঠরে বড়ো হতে হতে
অন্ধকার থেকে আলোতে বেড়িয়ে এসে
আলোকিত পৃথিবী দেখছি
দিন দিন বড়ো হচ্ছি, বুড়ো হচ্ছি;
কিন্তু কতটা মানবতা বোধ নিয়ে
মানুষ হিসেবে বড়ো হচ্ছি বা বুড়ো হচ্ছি
তা কিন্তু মানছি না।
পৃথিবীতে যে অধ্যায়টা নিয়ে চলছি
তার অর্থবোধকতা বুঝলেও
মাঝে মাঝে জীবনের প্রকৃত অধ্যায়টা ভুলে যাই-
আমি আর সব প্রাণী থেকে আলাদা,
আমার অধ্যায় আমি মানুষ।
সবাই যেমন আমার জন্য
আমিও সবার জন্য।
আমার অধ্যায়ের শ্রেষ্ঠত্ব কারও নেই
আমি আমার মতো করে সবকিছু গুছিয়ে নিতে পারি
তেমনি আমি আমাতেই বিলুপ্ত হতে পারি।
আমার জীবন, আমার কর্মই-
আমার অধ্যায়।