আমি বিজয় গর্বে গর্বিত


সকালে যখন লাল সূর্য উঠতে দেখি
তখন আমি বিজয় গর্বে গর্বিত হই।
বিকেলে যখন পশ্চিম দিগন্তে
সূর্যের ডুবে যাওয়া দৃশ্য দেখি
তখন আমি বিজয় গর্বে গর্বিত হই।
যখন আমি দূর্বাঘাসের শিশির বিন্দুর
উপর পা মাড়িয়ে চলতে থাকি
তখন আমি বিজয় গর্বে গর্বিত হই।
যখন আমি সবুজে ঘেরা মেঠোপথ ধরে
একা একা  চলতে থাকি
তখন আমি বিজয় গর্বে গর্বিত হই।
যখন আমি কৃষকের কন্ঠে
বাউল, জারি, ভাওয়াইয়া সুর শুনি
তখন আমি বিজয় গর্বে গর্বিত হই।
যখন আমি নদীর বুকে মাঝিমাল্লা,
জেলের ডিঙা, মাছ ধরা দেখি
তখন আমি বিজয় গর্বে গর্বিত হই।
যখন আমি গ্রাম্য বঁধুর কলসি কাখে
মিষ্টি মুখের হাসি দেখি
তখন আমি বিজয় গর্বে গর্বিত হই।
যখন আমি শিশু কিশোরের
ইচ্ছে মতো খেলায় মেতে থাকতে দেখি
তখন আমি বিজয় গর্বে গর্বিত হই।
যখন আমি লাল সবুজের পতাকা
উদ্দাম হাওয়ায় পতপত করে উড়তে দেখি
তখন আমি বিজয় গর্বে গর্বিত হই।
যখন আমি মনে ভাবি আমি স্বাধীন, আমি মুক্ত, পৃথিবীর মানচিত্রে আমার নিজস্বতা রয়েছে,
সারা বিশ্বে আমি বাঙালি জাতি হিসেবে পরিচিত
তখন আমি বিজয় গর্বে গর্বিত হই।