পৃথিবীতে বিচরণ রত আর কোন
প্রাণী আমার মতো বুদ্ধিদীপ্ত নয়।
আমার লজ্জাবোধ আছে
আত্মসম্মান বোধ আছে
মেধা মননশীলতা আছে
শক্তি সামর্থ্য সবকিছুই আছে।
আমি মানুষ হয়ে জন্মালেও
মাঝে মাঝে যখন সবকিছু ভুলে যাই, তখন আর আমি মানুষ থাকি না
অমানুষ হয়ে যাই।
মনুষ্যত্ব বোধের উপলব্ধি হারিয়ে ফেলি,
কাকে কি বলতে না, কি বলে ফেলি।
লোভ, ক্রোধ, অহংকার সমূলে আমাকে গ্রাস করে কুঁড়ে কুঁড়ে খায়।
ভুলে যাই আমার অতীত,
আমার জন্ম, জীবনবৃত্তান্ত।
আমি পৃথিবীর কিছু প্রাণীর মতো
যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি
তখন কিছুই ছিলো না আমার ;
অজানা অচেনার মাঝে একাই ছিলাম
অন্ধকার অসহায়।
আজ আমি মানুষ
আমি পরিপূর্ণ,
আমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি ;
আমি অন্যের থেকে নিরাপদে
নির্বিঘ্নে জীবন কাটাতে চাই।
আর সব প্রাণী বাঁচতে চায়
বাঁচার জন্য আত্মরক্ষা চায়।
আমি মানুষ বলে সবার থেকে আলাদা
সবাই আমাকে সম্মান করে
সব প্রাণী আমাকে ভয় করে
সব প্রাণী আমার থেকে নিরাপত্তা চায়।
আমি মানুষ
আমি শ্রেষ্ঠ সবার।