যে কথাগুলো কোনদিন শুনতে চাইনি
সেগুলো আজ আমার কানে
বারবার প্রতিধ্বনিত  হয়,
যে সময় টা আমি কোনো দিন চাইনি
সেগুলো আজ আমার জীবনে
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে।
সকল অনাকাঙ্ক্ষিত বিষয় আর আমি
আজ যেন একাকার হয়ে গেছি।
ভেবে ছিলাম জীবনটাকে
স্বপ্নে সাজাবো সুখে ভাসাবো
তা আর হোলো না।
আসলে আমিই তো কারো ইশারায় চলি
আমি কি করে অন্যকে চালানোর ইশারা খুঁজি!
যে কিনা মিথ্যা আশা,
অনাকাঙ্ক্ষিত স্বপ্ন নিয়ে দিন যাপন করি
ভালো লাগা ভালো থাকার অভিপ্রায় নিয়ে
পথ চলি অবিরাম
কি পাব কি পাবনা তাই না ভেবে
অনেক কিছু মেনে নেই অনায়াসে,
তবু যা পাই তা যেন চাইনি
কোন কালে কখনো
হারাই অনেক কিছু
ভুলে যাই অতীত।
কখনো ধিক্কার দেই নিজেকে
এই কি আমি চেয়েছিলাম
জীবনের অনেক কিছু এভাবেই
অনাকাঙ্ক্ষিত থেকে যায়
শুরু থেকে শেষ অবধি।