বাহান্নর একুশ ছিলো
মিছিল, লাঠি চার্জ, গুলি
রক্তাক্ত রাজপথ, প্রাণহীন শরীর
অধিকার আদায়ের ঐক্যবদ্ধ মুষ্ঠীহাত।
তিপ্পান্নর একুশ ছিলো-
লাখো লাখো শহীদ মিনার
ফুল হাতে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ
এক মিনিট নীরবতা
ভাষার গান, সমবেত কন্ঠের মিছিল
স্মৃতিচারণ, মাতৃভাষা চর্চার
সাংস্কৃতিক কর্মকাণ্ড।
সেই তিপ্পান্ন থেকে দুহাজার বিশ
একই ভাব ধারায় চলছিল ফেব্রুয়ারির একুশ তারিখ
শুধু পাল্টে গেছে
দুহাজার একুশ এর ফেব্রুয়ারির একুশ।
তার মানে
আজ ফুলে ফুলে ঢাকা হয়নি
শহীদ বেদী ও মিনার,
ফুল হাতে খালি পায়ে
আসেনি শিক্ষার্থীর দল,
মুখরিত হয়নি শিক্ষাঙ্গন ;
স্মৃতিচারণ, মৌনতা,
শ্লোগান কিছুই নেই
নির্বাক পড়ে আছে শূন্য প্রাঙ্গণ
শিশু কিশোর এর মুখ বিবর্ণ মলিন
হাতে নেই ফুল, মালা,ফেস্টুন
এ এক অন্য রকম একুশ।