অনাকাঙখিত সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
প্রত্যাশার রাজ্যে আমি বারবার হারিয়ে যাই;
জানিনা আমার গন্তব্যটা কোথায় হবে
শুধু মিছেমিছি স্বপ্নের ঝুড়িটা বোঝাই করে
পৃথিবীর বুকটা চষে বেড়াই
একাকী অবেলায়।
মাঝে মাঝে অসংখ্য প্রত্যাশা বাসা বাধে
মনের কোণায়, স্বপ্নরা ভীর জমায়;
আবার কখনও ভেঙে যায়।
ভাঙা গড়ার মাঝেই কেটে যায়
আমার স্বপ্ন-সাধ।
জীবনের কিছু অংশ ভেঙে ভেঙে
আমাকে স্থবির করে দিয়েছে।
থামিয়ে দিয়েছে আমার গন্তব্যে ছুটে চলা
আমার অপ্রাপ্য প্রত্যাশা।