আমার সত্বার কাছে আমি নতজানু
আমি নিজেকে বিলিয়ে আমার অস্তিত্বের প্রশ্নে
অন্যায়, অধর্ম সবকিছু করে যাই অনায়াশে,
অস্তিত্ব নামক লালসার কাছে
অস্তিত্বের সংকট ভয়ে আমি ভুলে যাই
আমার নীতি-ধর্মের কথা।
অস্তিত্ব রক্ষায় আমি বলি হয়ে যাই
অসারত্বের কাছে।
জাগতিক মহাসুখ ভোগে মত্ত হয়ে
আমি চুপসে নেই নিজেকে,
মহাসমুদ্র থেকে উঠে এসে
যেন ডোবার জলে সাঁতার কাটি।
নিজের স্বাধীনতাকে নিজেই বলি দিয়ে
অন্তঃপুরে বসত গড়ি।
শুধু অস্তিত্ব রক্ষার প্রশ্নে ভুলে যাই-
আমি কে?
আমি কেমন ছিলাম?
আমার কি ছিলো?
আমার কি আছে?
আমার অবর্তমানে কি থাকবে?
আসলে আমার অস্তিত্ব শুধু আমিই।