মানুষ যে অস্তিত্বহীন
এক ক্ষুদ্র প্রকোষ্ঠ জীব
সে কথা ভুলে যায় বারবার।
কোটী কোটী জীবের মাঝে
জীব সত্বা ছাড়া
কিছুই নেই তার।
শারীরিক অবয়ব দিয়ে
মানসিক প্রকৃতি দিয়ে
তাকে মাপা হয় সত্য
কিন্তু প্রাণ সঞ্চরণে
ক্ষুদ্র অণুজীব বা বিশালাকার
হাতির মধ্যে কোন বিভেদ নেই।
মানুষ জীব সত্বায় শ্রেষ্ঠ সবার
একথাটি যেমন সত্য
তেমনি আর সব প্রাণীর মত
মানুষ চলতে পারেনা একথাও সত্য।
হিংস্রতা, লোভ, ক্ষমতা
অন্যের উপর চড়াই হওয়া
দুর্বলকে শোষণ করা
মানুষের বেলায় খুবই বেমানান।
তাই যদি হয়
তাহলে তো অন্য জীবের সাথে
তার পার্থক্য থাকেনা।
সে আর সব জীবের মতোই
ধরণীর বুকে অস্তিত্বহীন এক জীবমাত্র।