বাহান্ন থেকে
০৬/০৯/২০২১


বাহান্ন থেকে আজ পর্যন্ত
বাংলা শব্দটি যে একান্ত আমার
হয়ে গেছে তা কেবল কাগজে কলমে নয়
অন্তকরনে আমরা সবাই বিশ্বাস করি।
এর আগে পূর্ববাংলা থাকলেও
সেখানে আমাদের চেয়ে অন্যের আধিপত্য ছিলো অনেক বেশি।
আসলে কোনটা কখন কার হয়ে যায়
তা বোঝা মুশকিল।
আমার মাটি, আমার জল,
আমার আকাশ, আমার বাতাস
তারপরেও আমি ছিলাম অন্যের অধীনে।
আমার মুখের কথা, আমার চলার পথ
ছিলো অন্যের দখলে।
আমার জীবন জীবিকা ছিলো
অন্যের করায়ত্বে।
বাহান্ন থেকে আজ পর্যন্ত
বাংলা শব্দটা শুধু আমাদের।
আমি বাঙালি
আমি বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করা
উনিশ একাত্তরের একটি স্বাধীন জাতি।
আমার অন্তকরনে বাঙালি ,
মননে স্বাধীন সত্বার এক অস্তিত্ববাদী জাতি
বাহান্ন থেকে একাত্তর পর্যন্ত
আমি কথায় বাঙালি ছিলাম
একাত্তর থেকে আমি জাতিতে বাঙালি।