মাটির সাথে আমার বন্ধুত্ব
অনেক দিনের,
আমি নাকি মাটিতেই সৃষ্টি।
আবার মাটিতেই আমাকে যেতে হবে।
জলের সাথেও আমার ঘনিষ্ঠতা
বহু দিনের,
আমি নাকি একসময় জলই ছিলাম
জলই আমাকে আজও বাঁচিয়ে রাখছে
আবার শেষকৃত্যে জলই আমার
অস্তিত্বকে ধুয়ে দেবে।
বাতাসের সাথে সখ্যতা আমার
বহু কালের,
বাতাসই আমাকে অসার থেকে
সার করেছে, করেছে সঞ্জীবনী।
আমার থেকে বাতাস
আবার ঘুরে দাঁড়ালেই হব অসার নিষ্প্রাণ।
মাটি, জল ও বাতাসের সাথে
আমার দীর্ঘ দিনের মিশে যাওয়া।
জীবিত কিংবা মৃত্যুতে
আমার অস্তিত্ব রক্ষার প্রশ্নে
মাটি, জল ও বাতাসের কাছে
আমি বারবার মিশে যাই।