কখনও অনুভূতিহীন আধমরা হয়ে পড়ে থাকি,
কখনও নড়ে-চড়ে বসি।
অনেক সময় কিসব ছাইপাঁশ ভাবি তা নিজেই জানি না।
বেঁচে থাকার মানে নিয়ে অসম্ভব ভাবি-
ভালো মানুষ, আত্মমর্যাদায় বেঁচে রবো
বহুদিন ধরে।
আমার অস্তিত্ব টিকে থাকবে মৃত্যুর পরেও
সম্মান আর সৎ কর্মে।
আসলে কি তাই!
পৃথিবীর সকল নিদর্শন কি সম্মান আর সৎ কর্মে গড়ে তোলা!
এর পিছনের সত্য ইতিহাস ক'জনেরই বা জানা আছে।
আমি মানুষ হয়ে জন্মেছি
মানবতা নিয়ে বেঁচে থাকা আমার ধর্ম।
কিন্তু সুপ্রতিষ্ঠিত হতে গেলে আমার দুটি জিনিস একান্তই দরকার,
অর্থ আর শক্তি
যা দিয়ে মহান সৃষ্টি কর্তাকেও সন্তুষ্ট করা যায়।
বেঁচে থাকতে হবে বলেই
আমার অর্থ আর শক্তি বৃদ্ধিতে
লিপ্ত থাকি সারাক্ষণ,
সকল ভাবনা জুড়েই যেন এসবের বিচরণ।
আমাকে বেঁচে থাকতেই হবে,
জীবন সংগ্রামের লড়াইয়ে আমাকে টিকে থাকতেই হবে।
আমার জীবন
আমার ধর্ম
আমার স্বকীয়তা নিয়ে
আমাকে বেঁচে থাকতে হবে বলেই -
আমি দৃঢ় প্রত্যয় নিয়ে
কখনও নতজানু
কখনও নির্মম
কখনও হিংস্র
কখনও মহান
কখনও অনুকরণীয় আদর্শ
শুধু বেঁচে থাকতে হবে বলেই -
আমি অনেক কিছু করি
আমি অনেক কিছু পারি।