বিজয় কথাটি বললেই
কেমন যেন একটা শিহরণ জাগে,
মনের মাঝে একটা ঢেউ ওঠে,
বুকটায় একটা মোচড় দিয়ে ব্যথা ওঠে।
আনন্দে হয়ত মানুষেরা এভাবেই  কান্না করে।
আসলে আনন্দের মূহুর্তটা পাওয়ার জন্য
কতই না কষ্ট করতে হয়।
এজন্যই হয়ত আনন্দের সাথে কষ্টের সম্পর্ক
তানাহলে মানুষের সুখের দিনে
কান্নার কোন মানেই হয়না।
আজ আমরা স্বাধীন
অথচ বিজয় লাভ করেছিলাম ১৯৭১ এর ১৬ই ডিসেম্বর।
নয় মাসের কষ্টার্জিত স্বাধীনতা
ভোগ করছি ৪৭ বছর যাবৎ।
স্বাধীনতা অর্জনে যে কতটা কান্না, কষ্ট ও ত্যাগ করতে হয়।
তা কিন্তু বাঙালিরা ভালো করেই জানে।
আজ বিজয় শ্লোগানে মুখরিত দেশ।
আমি বিজয়ের গর্বে গর্বিত জাতি।
বাঙালি আমার পরিচয়।