আমাদের অনেকেরই লিগ্যাল চাহিদা
নেহাত কম।
বাঁচার জন্য এক থালা ভাত
সামান্য ভর্তা, সব্জি, ও মাছ
এই তো হলেই হয়।
পরনের জন্য গ্রামীণ কিছু
সাদাসিধে পোশাক।
সমাজে চলা
আর রোজগারের জন্য
নুন্যতম শিক্ষা।
থাকার জন্য
মাঝারি মানের একটি বাড়ি
এই ছোট্ট জীবনে
অনেকের চাহিদা নিতান্ত কম।
তবুও কেন জানি
গোলমাল বেধে যায় চাহিদা পূরণে।