দ্বীপ্ত আঁকে ঘোড়ার ডিম
অভ্র আঁকে ব্যাঙের ঠ্যাঙ
রঙ নিয়ে ঝগড়া করে
কান্দে দু'জন ঘ্যাঙ ঘ্যাঙ।


খোকন সোনা পড়তে বসে
বই খাতা নিয়ে।
পড়তে বসে ছবি আঁকে
রঙের বাটা দিয়ে।
জল রঙ মোম রঙ
কত রঙ মাখে।
হাত তালি দেয় সবে
ছবি আঁকা দেখে।
কত ছবি আঁকে খোকা
ফুল ও ফলের।
এঁকে ভারি মজা পায়
বলে সব সাথীদের।


টুনটুনি গাছে বসে এদিক ওদিক চায়
তাই দেখে খোকা বাবুর মুখে হাসি পায়।
টুনটুনি ভারি বোকা খায় শুধু পোকা
টুনটুন করে শুধু চলে একাএকা।


দোয়েল পাখি নাচে ভালো
দুলে দেয় শিস।
কালো গায়ে সাদা মেখে
করে ফিসফিস।


টিয়া পাখি লাল ঠোটে
টিটি করে ডাকে।
সবুজের ডানা মেলে
ওড়ে ঝাকে ঝাকে।


সাদা রঙে বক পাখি
ধ্যান করে কার।
ছোট মাছ এলে কাছে
খাবার হবে তার।