একা একা থাকি


মাঝে মাঝে  খুব একা একা থাকি
তখন পৃথিবীটাকে অন্ধকার বিষন্নতায়
ঘেরা মনে হয়।
কেউ যেন নেই, কিছু যেন নেই।
জীবনটাকে বড়ো অসহায় মনে হয়।
এখন আমার অনেক কিছু আছে
আগে তো এতো কিছু ছিলো না।
শুধু মাকে চিনতাম তারপর বাবাকে
এভাবে অনেককে চিনতে পারছি।
এখন আমার অনেক কিছু আছে।
তবুও মাঝে মাঝে একা একা থাকি।
কাছের মাুনষগুলো পাশে থাকলে
বড় ভালো লাগে।
আরও বাঁচার সাধ জাগে
পৃথিবীটা আনন্দময় মনে হয়।
নিজের মনে হয়।
নিজেকে বড় সুখী, ভাগ্যবান মনে হয়।
তবুও মাঝে মাঝে একা একা থাকি।