আর যেন ফিরে না আসে
অবরুদ্ধ বৈশাখ।
স্বজনের সাথে যেখানে হাত ধরে হাঁটাহাঁটি
প্রাণের উচ্ছাসে করি মাতামাতি
সেখানে আজ ঘরে বসে থাকি।
আর যেন ফিরে না আসে
এমন বৈশাখ।
জনশূন্য রমনার বটতলা
গ্রামের কোণে বৈশাখী মেলা।
নীরব নিস্তব্ধতায়
পড়ে আছে গ্রাম্য পথঘাট,
কাছাকাছি না যাই
দূরত্ব বজায় থাক।
অশুদ্ধ আর অসুখে
আর যেন ফিরে না আসে
এ বাংলার কাছে
এমন বৈশাখ।