আমার জন্মটা বাংলাদেশ নামক ভূখণ্ড হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে।
আমার মা আমার বাবা
মুক্তি যুদ্ধ দেখে কখনো ভয়ে পালাতেন
আবার কখনও মুক্তি যোদ্ধাদের
থাকা খাওয়াসহ গোপন সহযোগিতা করতেন।
এদেশের অধিকাংশ মানুষ ছিলো মুক্তিকামী।
মুক্তিযুদ্ধের মাধ্যমে কি পাবে কি পাবে না
সেটা বড় কথা নয়।
আমাদের একটা দেশ হবে
নিজেদের দেশ,
স্বাধীন দেশ। কি আনন্দ!
প্রতিটি স্বাধীনতাকামী মুক্তপ্রাণ মানুষের।
আর স্বাধীন দেশের ইতিহাসটা আমাদের সত্তায়,
আমাদের অস্তিত্বে।