এক জনমে আমি বারবার জন্ম নেই,
প্রতিটি মুহূর্তের জন্য
আমি নতুন জন্ম নিতে প্রস্তুত হই।
ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই
আমার মুষ্টি বদ্ধ হাত বাড়িয়ে
কান্না কন্ঠে আক্ষেপ ছুড়ে দেই।
চিৎকারে জানাই- আমি কিন্তু খেতে জানি না!
আমাকে খাইয়ে দাও।
আমি অন্ধকার থেকে এসেছি
আমি দেখতে পাই না
আমার কাছে আসো,
আমাকে পৃথিবী দেখতে দাও ।
আমাকে তোমাদের করে নাও,
আমি তোমাদের মতো করে
তোমাদের সাথে বাঁচতে চাই।
তারপর শুরু হয়-
আমার জীবনের খেলা।
প্রতি নিয়ত নতুনত্ব কিছু শিখছি
আর নিত্য নতুন জন্ম লাভ করছি
কখনো ভালো কখনো মন্দ
এভাবেই আমার ভালো মন্দের
জন্মান্তর চলে বহু দিন।
অবশেষে একদিন
মৃত্যুর ভাগাড়ে ফিরে যাই।
লজ্জাহীন ভারসাম্যহীন ক্ষয়িষ্ণু শরীরে
মৃত্যুর প্রহর গুনি
নতুন জন্ম লাভের অপেক্ষায়।  
এভাবেই আমার জন্মান্তর হয় বারবার।