জীবনের মানে


কিভাবে ভালো থাকতে হবে
কিভাবে ভালো থাকা যাবে
তার মানে খুঁজতে গিয়ে
জীবনটা তছনছ করে ফেলি।
একটা নিষ্পাপ জীবন
অন্ধকার জরায়ু থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে
আলোর পথে চলার কথা ছিলো,
অথচ ক'দিন বাদেই স্বার্থপরতায়
মোহাবিষ্ট হয়ে অতীতকে ভুলে যায় চিরতরে।
কোথায় ছিলাম, কেমন ছিলাম
কিছু দিন বাদে কোথায় থাকবো, কেমন থাকবো
এসব যেন কিছুই মনে নেই ।
জীবনের মানে কোন সারনীত দাঁড়িয়ে
মুক্তি দূতের অপেক্ষার প্রহর গুনে গুনে নিঃশেষ হবে
সে কথাও ভুলে যাই।
আমার আমিত্ব সত্তাটুকু
মুহূর্তের জন্য হস্তান্তর করতে রাজি নই।
যতক্ষণ অসারত্বের মধ্যে সারত্ব সঞ্চালিত হয়
ততক্ষণ মোহাচ্ছন্নতা ঘিরে থাকে,
অক্টোপাসের মতো জড়িয়ে থাকে সমস্ত অবয়ব জুড়ে।
সারাক্ষণ শুধু জীবনের মানে খুঁজে বেড়ায়।
অবশেষে একদিন সন্ধ্যায়
সমুদ্রের বিশাল জলরাশি হাতছানি দিয়ে ডেকে বলে-
এসো আমার অন্তরে
জীবনের মানে খুঁজে পাবে।