এখনও আমি আছি
তাই আমার যতসব আহাজারি।
কি আছে আমার?
কি নেই তাই নিয়ে প্রতিক্ষণ
কি এক হতাশায় কেটে যায় সময়।
অপূর্ণকে পূর্ণ করতে সদা ব্যতিব্যস্ত,
ন্যায়-অন্যায় মানা হয়না।
শুধুই চাই -
আমার ভালো থাকা,
সুখ-সমৃদ্ধে ভরে থাকা।
আমার অামিত্বটুকু সবার
উপরে রাখার অদম্য প্রয়াস।
এখনও আমি বেচেঁ আছি বলে
কত যন্ত্রণা, কত কষ্ট, কত হাহাকার।
কেবলই নেই,
আসলে কি একবারও ভাবি?
একবারও কি লজ্জায় নত হই?
সেদিন তো আমার কিছুই ছিলনা,
শুধুই উলঙ্গ শরীরে মুষ্টিবদ্ধ হাত
স্বপ্নহীন কান্নার আহাজারি।
তবে আজ কেনো তুচ্ছ
সম্মান সমৃদ্ধের জন্য নীচ হই,
অহনিশি ছুটে চলি
মোহাচ্ছন্ন অন্ধ পৃথিবীর বুকে
প্রাপ্তির এক লীলাময়ী আসরে।
নতুন স্বপ্নের উন্মাদনায়
মিছেমিছি  মেতে থাকি
কত না পাওয়ার বেদনায়।
কী নেই আমার?
যতক্ষণ বেঁচে আছি
এ পৃথিবী তো আমারই।